মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
১২ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

দেশের পরিস্থিতির জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৬, ২০২৫
৯:১২ পূর্বাহ্ণ

বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া শেখ হাসিনার উসকানিকেই মূল দায়ী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার রাত পৌনে ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, “শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মানুষকে অন্তরে ধারণ করেননি। এটি তার ঘৃণিত স্বভাব। তিনি সবসময় দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং তার উসকানিই আজকের সার্বিক পরিস্থিতির জন্য দায়ী।”

এর কিছুক্ষণ আগে আরেকটি পোস্টে তিনি দেশবাসীকে কোনো উসকানিতে পা না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি বলেন, “দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিকদের প্রতি আহ্বান থাকবে, কোনো উসকানিতে পা দেবেন না। প্রিয় দেশকে ভালোবাসার নমুনা প্রদর্শন করুন এবং ধৈর্য ধরুন।”

এদিকে, দেশের বিভিন্ন স্থানে সরকারবিরোধী আন্দোলন জোরদার হচ্ছে। বিশেষ করে, ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা ও বুলডোজার চালানোর ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। জামায়াত আমিরের সাম্প্রতিক মন্তব্য সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।