মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
১২ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ভোলায় শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৬, ২০২৫
৯:১৪ পূর্বাহ্ণ

ভোলায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিনাথ রায়ের বাজারের শহীদ নূরে আলম চত্বরে গিয়ে সমাপ্ত হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা দাবি করেন, শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তার সাম্প্রতিক ভার্চুয়াল বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, এই বক্তব্য তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন।

বক্তারা আরও বলেন, বিগত ১৬ বছরে দেশে গুম, খুন, নির্যাতন ও গণহত্যার সঙ্গে জড়িত থাকার জন্য শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার করতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমি, ছাত্র অধিকার পরিষদের ভোলা জেলা সভাপতি মো. আরমানসহ অন্যান্য নেতারা।