মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
১২ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

কিশোরগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে স্মারকলিপি

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৬, ২০২৫
৯:১৭ পূর্বাহ্ণ

গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও ডিসিকে স্মারকলিপি দিয়েছে গণঅধিকার পরিষদ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি অভিযোগ করেন, অর্থের বিনিময়ে বিএনপি ও প্রশাসনের কিছু ব্যক্তি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এবং গণহত্যার বিচার না হলে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে।

সমাবেশে আবু হানিফ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেলেও গণহত্যাকারীরা এখনো বিচারের মুখোমুখি হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস পার করলেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। আমরা স্পষ্ট বলতে চাই, গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে দিল্লির সহযোগিতায় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভারতের সমর্থনেই তিনি ১৫ বছর ধরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন। দেশের জনগণকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন এবং সঞ্চালনা করেন যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম। এসময় আরও বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আকন্দ মোহাম্মদ উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, জেলা ছাত্র অধিকার পরিষদের নেতা পায়েল চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।