গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য মো. আরিফুল ইসলাম তালুকদার বলেছেন, ছাত্র-জনতা-নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ষড়যন্ত্রমূলক অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর মাইক্রো স্ট্যান্ডে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতাকর্মীরা গুপ্ত হামলা ও ঝটিকা মিছিলের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। তারা নাশকতার উদ্দেশ্যে হরতাল-অবরোধের পরিকল্পনা করছে। আমরা জানতে চাই, জুলাই-আগস্টের ছাত্র-জনতা-নাগরিক অভ্যুত্থানে হত্যাযজ্ঞ চালানো অপরাধীদের কতজনকে গ্রেপ্তার করা হয়েছে?”
বিক্ষোভ সমাবেশ শেষে গণহত্যার দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।