মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
১২ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

কামারখন্দে ছাত্রলীগের নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের স্মারকলিপি প্রদান

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৬, ২০২৫
২:১২ অপরাহ্ণ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে ছাত্রলীগ কর্তৃক শিক্ষার্থীদের ওপর নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্মারকলিপি দিয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) কলেজ প্রশাসনের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর নানা ধরনের হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছে। ফ্যাসিস্ট আচরণের মাধ্যমে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। এ অবস্থার দ্রুত অবসান ঘটানোর দাবি জানিয়েছে ছাত্রদল।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রলীগের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালিয়ে আসছে। এতে ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে। তারা অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সুরক্ষা দিতে হবে এবং ছাত্রলীগের অপতৎপরতা বন্ধ করতে হবে। তারা সতর্ক করে দিয়ে বলেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে দমন-পীড়ন চলতে থাকলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

স্মারকলিপি প্রদানকালে সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শামীম রেজা, সদস্য সচিব কামাল সেমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, যদি প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, তবে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।