মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
১২ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

নানা আয়োজনে সিরাজগঞ্জে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৬, ২০২৫
৩:২৭ অপরাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন (মুক্তির সোপান) থেকে র‍্যালিটি শুরু হয়ে মুজিব সড়ক ও এসএস রোড প্রদক্ষিণ করে পুনরায় মুক্তির সোপানে এসে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আলহাজ উদ্দিন।

র‍্যালি শেষে মুক্তির সোপানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল আজিজ, শহর ছাত্রশিবিরের সভাপতি মো. শামীম রেজা ও সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের আদর্শ, লক্ষ্য ও অর্জন তুলে ধরে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।