মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
১২ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

নাটোরে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগের কার্যালয়

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৬, ২০২৫
৬:৫৩ অপরাহ্ণ

নাটোরে এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে কান্দিভিটুয়ায় অবস্থিত কার্যালয় উচ্ছেদের কাজ শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তৌফিক নিয়াজ জানান, ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর ছাত্র-জনতা বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের প্রতীকসমূহ উচ্ছেদ করছে। তারই অংশ হিসেবে নাটোরে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, ভবিষ্যতে কোনো ধরনের ফ্যাসিবাদী শক্তির পুনঃপ্রতিষ্ঠা যেন না হয়, সে লক্ষ্যে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলবে।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে জেলা আওয়ামী লীগ কার্যালয় উচ্ছেদের ব্যাপারে তার কাছে কোনো আপডেট তথ্য নেই।