মাদারীপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুরান বাজার এলাকায় তিন তলা বিশিষ্ট কার্যালয়টিতে এ হামলার ঘটনা ঘটে। একইসঙ্গে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল বের করে এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ জনতা প্রথমে মিছিল নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করে এবং সেখানে ব্যাপক ভাঙচুর চালায়। একইসঙ্গে জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ এবং মাদারীপুর ডায়াবেটিস হাসপাতালের কিছু স্থাপনায়ও হামলা করা হয়।
বিক্ষোভকারীদের দাবি, এটি স্বৈরশাসনের বিরুদ্ধে তাদের প্রতিবাদের অংশ। তারা বলছেন, শাসনব্যবস্থায় আবারও নৈরাজ্য সৃষ্টি ও স্বৈরাচার প্রতিষ্ঠার চেষ্টা চলছে, যা তারা প্রতিহত করবে।
এ সময় ঘটনাস্থলে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদার, যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।