মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
১২ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়ার পথে পুলিশের বাধা

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৭, ২০২৫
৮:৩৫ পূর্বাহ্ণ

স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিতে যাওয়ার সময় পুলিশের বাধায় মিন্টো রোডের মাথায় বসে পড়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪৮ মিনিটে তারা সেখানে অবস্থান নেন।

এর আগে, রাত সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের নেতৃত্বে বাংলামোটরের রুপায়ন টাওয়ার থেকে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন। তবে মিন্টো রোডের মাথায় পৌঁছালে পুলিশি বাধার মুখে তারা সেখানে বসে পড়েন।

বৃহস্পতিবার রাতে আব্দুল হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পোস্ট দেন। প্রথম পোস্টে তিনি দাবি করেন, হাতিয়ায় সাবেক এমপি মোহাম্মদ আলীর বাসা থেকে ছাত্রদের ওপর গুলিবর্ষণ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সন্ত্রাসীদের হাতে অস্ত্র রয়েছে এবং তার ভাইদের ওপর হামলা চালানো হয়েছে।

পরবর্তীতে দ্বিতীয় পোস্টে মাসউদ লেখেন, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেবেন এবং সেখানে রাত ১২টা ৩০ মিনিট থেকে প্রতিবাদ চলবে। তিনি আরও বলেন, সরকারের মদদপুষ্ট গোষ্ঠী যদি শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, তবে প্রশাসনকে দায় নিতে হবে।

শিক্ষার্থীদের এই অবস্থানের বিষয়ে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।