দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করা হবে।
নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, “যদি কেউ উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের বিচারের মুখোমুখি করা হবে।”