মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
১২ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

 বিএনপি নেতা রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানালো জামায়াতে ইসলামী

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১৩, ২০২৫
৯:০৯ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ প্রতিবেদক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলেছে, দেশে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে জাতীয় ঐক্য গড়ে তোলার সময় যখন সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার কথা, তখন রিজভীর এই বক্তব্য উদ্দেশ্যমূলক ও জাতীয় ঐক্যের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারা উপজেলার এক স্মরণসভায় রিজভী বলেছেন, “আমরা জামায়াতকে সমর্থন করিনি। বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু সব সময় এই দলটি মুনাফেকি করেছে, মুনাফেকি ছাড়া কিছুই করেনি।” তার এই মন্তব্য ভিত্তিহীন, আপত্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

জামায়াতে ইসলামী বলেছে, “রিজভী সাহেব আমাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তুলে কী অর্জন করতে চান, তা আমাদের বোধগম্য নয়। আমরা আদর্শের ভিত্তিতে রাজনীতি করি এবং কখনো কারও সঙ্গে মুনাফেকি করিনি।

জামায়াত সবসময় দেশের মানুষের অধিকার, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আপসহীনভাবে লড়াই করে যাচ্ছে।” বিবৃতিতে আরও বলা হয়, জামায়াত ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল এবং এ কারণেই জাতি আমাদের ভূমিকা গ্রহণ করেছে। সম্ভবত এই কারণেই রিজভী আহমদের মধ্যে অস্বস্তি ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামী বিভ্রান্তিমূলক বক্তব্য ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়েছে।