সোমবার
৩রা মার্চ, ২০২৫
১৮ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

কামারখন্দে অতিরিক্ত দামে তেল বিক্রি , দুই ব্যবসায়ীকে জরিমানা

Fresh News রিপোর্ট
মার্চ ৩, ২০২৫
৯:৩৭ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই বাজার তদারকিতে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.সোহেল শেখ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, মেসার্স নাঈম স্টোর নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি এবং বোতলজাত তেল খুলে খোলা তেল হিসেবে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ২০,০০০ টাকা ও মেসার্স মনিরুল স্টোর নির্ধারিত মূল্য তালিকা হালনাগাদ না রাখায় ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় বাজারের অন্যান্য দোকানিদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া জেলা ও উপজেলায় জনস্বার্থে তাদের বাজার তদারকির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অন্যদিকে, কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল পাইকোশা বাজারে অভিযান চালিয়ে এক মুদি দোকানকে ৫০০ টাকা জরিমানা করেছেন।