আব্দুল্লাহ আল মারুফ, ফ্রেশ নিউজ :
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দারিয়াপুর বাজারে ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে বাজার তদারকি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫) বেলা ১১ থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
বাজার মনিটরিংকালে মূল্য তালিকা হালনাগাদ না থাকা এবং ভোজ্য তেলের দাম বেশি রাখার অভিযোগে মেসার্স লোকনাথ খাদ্য ভান্ডার, মেসার্স দত্ত এন্ড সন্স এবং মেসার্স বসাক এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও, বাজারের বিভিন্ন দোকানে তদারকি কার্যক্রম পরিচালনা করা এবং ব্যবসায়ীদের মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখার নির্দেশনা প্রদান করা হয়।
জেলা আইন-শৃঙ্খলা বাহিনীর একটি টিম এসময় টাস্কফোর্সের সঙ্গে থেকে সার্বিক সহযোগিতা করে। সিরাজগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।