রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ধর্ষণের বিচার ৩০ দিনে শেষ করার দাবি রাবি শিক্ষার্থীদের

Fresh News রিপোর্ট
মার্চ ১০, ২০২৫
২:০৫ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ :

দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।  তাঁরা কর্মসূচি থেকে ৩০ দিনের মধ্যে ধর্ষণের বিচারকার্য সম্পন্ন করে রায় কার্যকরের দাবি জানান।

সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানান।

বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এর আগে ক্লাস-পরীক্ষা বর্জন করে বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের প্যারিস রোডে জড়ো হতে থাকেন। সেখানে অবস্থান নিয়ে তাঁরা ধর্ষণবিরোধী নানা স্লোগান দেন। পরে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন।

এ সময় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে নগরের তালাইমারী এলাকা থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মিছিল এসে এতে সংহতি জানায়।