নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আগামী নির্বাচনকে সফলভাবে আয়োজনের জন্য সহায়তা করতে চায়। তারা ভোটের বাজেট, প্রস্তুতি ও আর্থিক সহায়তা নিয়ে জানতে চেয়েছিল এবং নিশ্চিত করেছে যে তাদের কোনও অসুবিধা নেই।
রোববার (১৬ মার্চ) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসে। বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের জানান, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পর্কে অবগত হয়েছে এবং তারা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে।
সিইসি বলেন, ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল নির্বাচন প্রস্তুতি, বাজেট এবং সহায়তা প্রয়োজনীয়তার বিষয়ে জানতে চায়। তিনি আরও জানান, ইউএনডিপি ইতোমধ্যে একটি নিড অ্যাসেসমেন্ট প্রতিবেদন তৈরি করেছে এবং তারা বাংলাদেশের নির্বাচনী সহায়তা দিতে প্রস্তুত। আগামী মাসে এক কর্মশালার আয়োজন করা হবে, যেখানে সিভিল সোসাইটি, পোলিং এজেন্ট, ভোটার এডুকেশন এবং স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় এবং এ বিষয়ে নির্বাচন কমিশনও প্রতিশ্রুতিবদ্ধ। সিইসি আশা প্রকাশ করেন যে, সবার সহযোগিতায় তারা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।