শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাই থেকে বাদ পড়লেন মেসি

Fresh News রিপোর্ট
মার্চ ১৮, ২০২৫
১০:৩৫ পূর্বাহ্ণ

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াড থেকে অপ্রত্যাশিতভাবে বাদ পড়েছেন লিওনেল মেসি।

চলতি মাসে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। তবে ইনজুরির কারণে দলে থাকতে পারছেন না এলএমটেন। স্কোয়াড ঘোষণার একদিন আগে যুক্তরাষ্ট্রের লিগে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলতে গিয়ে পায়ের অ্যাডাক্টর পেশির চোটে পড়েন তিনি।

ইন্টার মায়ামি জানিয়েছে, ইনজুরিটি গুরুতর নয়, তবে ওয়ার্কলোড বিবেচনায় মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে। এ বিষয়ে মেসিও ইনস্টাগ্রামে বলেছেন, ‘আমি খেলতে চেয়েছিলাম, কিন্তু ছোট ইনজুরির কারণে বিশ্রাম নিতে হচ্ছে। জাতীয় দলের জন্য সমর্থন জানাবো দূর থেকেই।’

বাংলাদেশ সময় শনিবার সকালে উরুগুয়ের বিপক্ষে মন্টেভিডিওতে এবং বুধবার ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে খেলবে আর্জেন্টিনা। কনমেবল বাছাইপর্বে শীর্ষে থাকলেও সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার পারফরম্যান্স কিছুটা হতাশাজনক, শেষ পাঁচ ম্যাচে দুইবার হারের মুখ দেখেছে দলটি।