শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

শোক পালনের পর জানা গেল ফুটবলার বেঁচে আছেন

Fresh News রিপোর্ট
মার্চ ১৯, ২০২৫
১১:০৫ পূর্বাহ্ণ

বুলগেরিয়ার শীর্ষ লিগের এক ম্যাচে নিজেদের সাবেক ফুটবলারের মৃত্যু শোক জানিয়ে নীরবতা পালন করেছিল আর্দা কারজালি। কিন্তু ম্যাচের শেষ দিকে জানা যায়, যে ফুটবলারের জন্য তারা শোক পালন করছিলেন, তিনি আসলে জীবিত!

গত রোববার লেভস্কি সোফিয়ার বিপক্ষে ম্যাচের আগে সাবেক ফুটবলার পেটকো গানচেভের জন্য এক মিনিট নীরবতা পালন করে আর্দা কারজালি ও লেভস্কি সোফিয়া ক্লাবের খেলোয়াড়রা। তবে শোক প্রকাশের পর জানা যায়, গানচেভের মৃত্যুর খবরটি ছিল ভুয়া।

এই অপ্রত্যাশিত ঘটনায় বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে আর্দা কারজালি ক্লাব। তারা দ্রুত বিষয়টি সংশোধন করে নিজেদের ফেসবুক পেজে ক্ষমা প্রার্থনা করে জানায়, “আমরা পেটকো গানচেভ ও তার পরিবারের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের কাছে ভুল তথ্য এসেছিল। আশা করি, পেটকো আরও অনেক বছর সুস্থ থেকে আমাদের ক্লাবের সাফল্য উপভোগ করবেন।” তবে পরদিন ক্লাবটি সেই পোস্টও সরিয়ে নেয়।

যে ম্যাচের আগে এই ঘটনা ঘটেছিল, সেটি ১-১ গোলে ড্র হয়। বর্তমানে আর্দা কারজালি লিগের পঞ্চম স্থানে রয়েছে এবং পরবর্তী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সুযোগ রয়েছে। বিপরীতে, লেভস্কি সোফিয়া রয়েছে দ্বিতীয় স্থানে।