জাতীয় ফুটবল দলের স্কোয়াড নির্বাচন নিয়ে সমর্থকদের ক্ষোভ প্রকাশের ঘটনা বিরল। তবে এবার ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের বাদ পড়াকে কেন্দ্র করে ভিন্ন চিত্র দেখা গেল। মঙ্গলবার বাফুফে ভবনের সামনে তার ফেরার দাবিতে বিক্ষোভ করেছেন ফুটবলপ্রেমীরা।
স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে সৌদি আরবে ক্যাম্প ও অনুশীলন ম্যাচ খেলার পরও আকস্মিকভাবে দল থেকে বাদ পড়েন ফাহমিদুল। তার বাদ পড়ার খবরে সকাল থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এরপর বিকেলে কয়েকজন সমর্থক বাফুফে ভবনের সামনে জড়ো হয়ে ‘ফাহমিদুল, ফাহমিদুল’ স্লোগান দেন এবং বাংলাদেশ ফুটবলকে সিন্ডিকেটমুক্ত করার দাবি তোলেন। পাশাপাশি কোচ ক্যাবরেরার সিদ্ধান্তের সমালোচনাও করেন তারা।
বিক্ষোভের মধ্যেই সমর্থকরা সেখানে ইফতার করেন এবং পরে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যাওয়ার কর্মসূচি নেন। এর আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনেও কিছুক্ষণ অবস্থান করেন।
আগামীকাল (বুধবার) বাংলাদেশ দলের চূড়ান্ত ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হতে পারে। ২০ মার্চ লাল-সবুজের প্রতিনিধিরা ভারতের উদ্দেশ্যে রওনা হবে এবং ২৫ মার্চ কলকাতায় এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।