শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বাফুফে সভাপতির সঙ্গে বৈঠকে যুব ও ক্রীড়া উপদেষ্টা

Fresh News রিপোর্ট
মার্চ ১৯, ২০২৫
১১:১২ পূর্বাহ্ণ

ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে চূড়ান্ত দলে না রাখায় ফুটবলাঙ্গনে তুমুল সমালোচনা চলছে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই সমর্থকরা প্রতিবাদ জানিয়েছে, আর এবার বিষয়টি পৌঁছেছে সরকারের পর্যায়ে। আগামীকাল বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।

মাত্র ১৮ বছর বয়সী এই ফুটবলার ইতালির চতুর্থ স্তরের লিগে খেলেন। কোচ ক্যাবরেরা তাকে সম্ভাবনাময় মনে করে জাতীয় দলে ডাকলেও সৌদি আরবে এক সপ্তাহ অনুশীলন এবং একটি ম্যাচ খেলার পর তাকে চূড়ান্ত দল থেকে বাদ দেন। এতে ক্ষোভে ফেটে পড়েছেন সমর্থকরা, যারা বাফুফে ভবন এবং টিম হোটেলের সামনে বিক্ষোভ করেছেন। তারা জাতীয় দলে সিন্ডিকেট ভাঙারও দাবি তুলেছেন।

এদিকে, জাতীয় দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিকে ঘিরে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল টিম হোটেলে উপস্থিত ছিলেন। সেখানেই তিনি কোচ ক্যাবরেরার সঙ্গে আলোচনায় বসেন, যেখানে তার আস্থাভাজন সহ-সভাপতি ফাহাদ করিমও ছিলেন। তবে জাতীয় দল কমিটির অন্য সদস্যরা এই আলোচনায় ছিলেন না।

এই ইস্যুতে আগামীকাল বাফুফে সভাপতির সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টার বৈঠক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সমর্থকরা অপেক্ষায় আছেন, ফাহমিদুলের ভাগ্যে নতুন কোনো সিদ্ধান্ত আসে কি না!