রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

গাজায় ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের ‘প্রধানমন্ত্রী’ নিহত

Fresh News রিপোর্ট
মার্চ ১৯, ২০২৫
১১:২০ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের গাজার ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইশাম দা-লিস ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে দখলদার ইসরায়েল গাজাজুড়ে ভয়াবহ বোমা হামলা চালায়, যেখানে ইশাম দা-লিসসহ হামাস সরকারের একাধিক শীর্ষ কর্মকর্তা প্রাণ হারান।

গাজার ‘সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ’ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইশাম দা-লিস, যা প্রধানমন্ত্রীর সমপর্যায়ের পদ বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

এ হামলায় আরও নিহত হয়েছেন হামাস সরকারের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল-খাত্তা, স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামাস সরকারের এই উচ্চপদস্থ নেতাদের ‘টার্গেট কিলিং’-এর লক্ষ্যেই অভিযান চালানো হয়।

এর আগে, ২০২৪ সালের জুলাই মাসে গাজার সাবেক প্রধানমন্ত্রী রাহি মুস্তাহাকে হত্যা করেছিল ইসরায়েল, এরপর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন ইশাম দা-লিস।

সোমবার রাতের ভয়াবহ বোমা হামলায় চারশরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অসংখ্য নারী ও শিশু রয়েছে। ইসরায়েল হুমকি দিয়েছে, হামাস যদি তাদের জিম্মিদের মুক্তি না দেয়, তবে গাজায় আরও ভয়াবহ হামলা চালানো হবে।