মধ্যরাতে এলো সুখবর – বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন সাকিব আল হাসান।
ইংল্যান্ডে অবস্থানরত সাকিব আল হাসান দীর্ঘদিনের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছেন। বার্মিংহ্যাম ও চেন্নাইয়ে পরীক্ষায় ব্যর্থ হয়ে নিষেধাজ্ঞার কবলে পড়লেও, অবশেষে সংশোধিত অ্যাকশনে সফলতা পেলেন তিনি।
কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় তার বোলিংয়ে ত্রুটি ধরা পড়েছিল। এরপর কোচ গ্যারেথ ব্যাটির সহায়তায় কাজ করেন তিনি এবং নতুন পরীক্ষায় উত্তীর্ণ হন। ফলে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে আবারও বোলিং করতে পারবেন সাকিব।
তবে নিয়ম অনুযায়ী, ভবিষ্যতে আবারও সমস্যার প্রমাণ মিললে এক বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তিনি। এখন দেখার বিষয়, তিনি জাতীয় দলে অলরাউন্ডার হিসেবে আবারও ফিরতে পারেন কিনা।