ভারতের বিপক্ষে এএফসি বাছাইপর্বের ম্যাচের আগে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় দল থেকে বাদ পড়লেন তিনজন ফুটবলার।
বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটোসেশনে ছিলেন ২৭ জন ফুটবলার, তবে ম্যাচ স্কোয়াডের নিয়ম অনুযায়ী থাকতে হবে ২৩ জনকে। সফরের আগের রাতে বাদ পড়ার খবর পান আরিফ, পিয়াস আহমেদ নোভা ও তাজ উদ্দিন। ফলে দলে টিকে থাকলেন ২৪ জন, যাদের মধ্য থেকে আরও একজন বাদ পড়তে পারেন।
প্রাথমিকভাবে ৩০ জন ফুটবলার ডেকেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। নতুন ডাক পাওয়া চারজনের মধ্যে দুইজন চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি, আর ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ঢাকায় না এসে সরাসরি ইতালি ফিরে গেছেন। এখন ভারত সফরের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে ক্যাবরেরাকে।