রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঈদুল ফিতরের চাঁদ দেখার সম্ভাবনা নেই ২৯ মার্চ

Fresh News রিপোর্ট
মার্চ ২০, ২০২৫
৬:৫৯ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ২৯ মার্চ (২৯ রমজান) আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং সূর্যাস্তের পর চাঁদের সংযোগ ঘটবে, ফলে খালি চোখে বা টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা সম্ভব হবে না।

যেসব দেশ চাঁদ দেখার ভিত্তিতে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে, সেখানে এবার রমজান ৩০ দিনের হবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যসহ ইসলামিক বিশ্বে ঈদুল ফিতর পালিত হবে ৩১ মার্চ।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ মার্চ বিশ্বের বেশিরভাগ দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি থাকবে। তবে ওইদিন পৃথিবীর পূর্বাংশ থেকে চাঁদ দেখা যাবে না। টেলিস্কোপসহ যে কোনো পর্যবেক্ষণ পদ্ধতিতেও আরব ও ইসলামিক বিশ্বের কোনো দেশ থেকে চাঁদ দেখার সম্ভাবনা নেই।

তবে আমেরিকা মহাদেশের মধ্য ও উত্তর অংশে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা সম্ভব হতে পারে, যদিও খালি চোখে তা দেখা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ছাড়া অন্য কোথাও চাঁদ দেখার সম্ভাবনা নেই।

২৯ মার্চ চাঁদের অবস্থান নিয়ে প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ার জাকার্তায় সূর্যাস্তের ছয় মিনিট আগে চাঁদ অস্ত যাবে, ওমানে সূর্যাস্তের পাঁচ মিনিট পর, সৌদির মক্কায় আট মিনিট পর এবং জর্ডান ও ফিলিস্তিনে ১১ মিনিট পর চাঁদ অস্ত যাবে। এসব অঞ্চলে চাঁদের অবস্থান “ড্যানজন” সীমার নিচে থাকবে, যা খালি চোখে দেখা সম্ভব নয়।

এক ফরাসি জ্যোতির্বিজ্ঞানীর মতে, সূর্য থেকে চাঁদের দূরত্ব সাত ডিগ্রির কম হলে খালি চোখে বা টেলিস্কোপ দিয়েও চাঁদ দেখা যায় না। এই মতকে সমর্থন করেছেন অর্ধচন্দ্র পর্যবেক্ষণে অভিজ্ঞ জ্যোতির্বিজ্ঞানীরাও।