ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ৮৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। গত তিন দিনে এই আগ্রাসনে প্রাণ গেছে প্রায় ৬০০ ফিলিস্তিনির।
শুক্রবার (২২ মার্চ) বার্তাসংস্থা আনাদোলু ও আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৬১৭ জনে। আহত হয়েছেন ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ।
এদিকে, দক্ষিণ গাজার রাফাহতে স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা গাজার কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলে অগ্রসর হচ্ছে। অন্যদিকে, ইসরায়েলের বাণিজ্যিক শহর তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস, যা ইসরায়েলের হামলার প্রতিশোধ বলে দাবি করেছে গোষ্ঠীটি।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় নতুন করে স্থল অভিযান আরও সম্প্রসারিত করার লক্ষ্যে অঞ্চলটির প্রধান পথ বন্ধ করে দেওয়া হয়েছে।