পবিত্র রমজান মাসেই অনলাইন বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন সাকিব আল হাসান। দেশের আইনে জুয়া নিষিদ্ধ থাকলেও এবার ‘ওয়ান-এক্সবেট’ নামক প্রতিষ্ঠানের প্রচারে দেখা গেছে তাকে।
আজ (২২ মার্চ) বাংলাদেশে ইফতারের সময়ের ঠিক আগে সাকিবের অফিসিয়াল ফেসবুক পেইজে বিজ্ঞাপনটি শেয়ার করা হয়। এটি সামনে আসতেই শুরু হয় ব্যাপক সমালোচনা। এর আগেও তিনি ‘বেট উইনার নিউজ’ নামক বেটিং পোর্টালের শুভেচ্ছাদূত হয়ে সমালোচিত হয়েছিলেন।
তবে এবার পরিস্থিতি আরও ভিন্ন। ছাত্র-জনতার জুলাই বিপ্লবের পর থেকে দেশে ফিরতে পারেননি সাকিব। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বিসিবির সাথেও তার আর কোনো আনুষ্ঠানিক চুক্তি নেই। ফলে দেশের বাইরে থাকায় আইনের ফাঁক গলিয়ে এমন বিজ্ঞাপনে অংশ নিতে পারছেন তিনি। তবে বাংলাদেশে জুয়া সংক্রান্ত যেকোনো প্রচার নিষিদ্ধ থাকায় বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক চলছে।