ট্রাভিস হেড, অভিষেক শর্মা, নীতিশ রেড্ডি ও হেনরিখ ক্লাসেনের আগেই দলে ছিলেন। এবার তাদের সঙ্গে যোগ হয়েছেন ইশান কিশান। ব্যাটিং শক্তির সেই পরিকল্পনাই বাস্তবে রূপ দিল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের প্রথম ম্যাচেই রেকর্ড বন্যা বইয়ে দিল তারা।
হায়দরাবাদের হয়ে ঝড়ের সূচনা করেন অভিষেক শর্মা। তবে বড় ইনিংস খেলতে পারেননি তিনি। কিন্তু ইশান কিশান ও ট্রাভিস হেডের বিধ্বংসী ব্যাটিংয়ে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসকে একপ্রকার কাঁপিয়ে দেয় হায়দরাবাদ। দলীয় স্কোর গিয়ে ঠেকে ২৮৬ রানে, যা আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। মাত্র ১ রানের জন্য আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড হাতছাড়া করল হায়দরাবাদ।
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ
- ২৮৭/৩ – সানরাইজার্স হায়দরাবাদ (প্রতিপক্ষ: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ২০২৪)
- ২৮৬/৬ – সানরাইজার্স হায়দরাবাদ (প্রতিপক্ষ: রাজস্থান রয়্যালস, ২০২৫)
- ২৭৭/৩ – সানরাইজার্স হায়দরাবাদ (প্রতিপক্ষ: মুম্বাই ইন্ডিয়ান্স, ২০২৩)
হায়দরাবাদের ব্যাটিং তাণ্ডবে বিব্রতকর রেকর্ড গড়েছেন রাজস্থানের পেসার জফরা আর্চার। ৪ ওভারে খরচ করেছেন ৭৬ রান, যা আইপিএলের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিং স্পেল।
আইপিএল ইতিহাসের সবচেয়ে খরুচে স্পেল
- ৭৬/০ – জফরা আর্চার (প্রতিপক্ষ: হায়দরাবাদ, ২০২৫)
- ৭৩/০ – মোহিত শর্মা (প্রতিপক্ষ: দিল্লি ক্যাপিটালস, ২০২৪)
- ৭০/০ – বাসিল থাম্পি (প্রতিপক্ষ: ব্যাঙ্গালুরু, ২০১৮)
আরো কিছু গুরুত্বপূর্ণ রেকর্ড
- পাওয়ারপ্লেতে (৬ ওভারে) সবচেয়ে বেশি রান: ৯৪/১ (হায়দরাবাদ, ২০২৫)
- এক ইনিংসে সবচেয়ে বেশি বাউন্ডারি: ৪৬টি (হায়দরাবাদ, ২০২৫)
- পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট (কমপক্ষে ২০০ বল খেলা): ২০১ (ট্রাভিস হেড)
হায়দরাবাদের এমন দুর্দান্ত শুরুর পর আইপিএল ২০২৫ আরও রোমাঞ্চকর হতে যাচ্ছে, তা বলাই যায়!