শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বাংলাদেশ ফুটবল দল ভারতের বিপক্ষে জয়ের জন্য আত্মবিশ্বাসী

Fresh News রিপোর্ট
মার্চ ২৪, ২০২৫
১১:৪৩ অপরাহ্ণ

বাংলাদেশের ফুটবল কোচ হ্যাভিয়ের কাবরেরা ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী।

২০০৩ সালের পর ভারতের বিপক্ষে আর জয় পায়নি বাংলাদেশ, তবে স্পেনিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা জানাচ্ছেন, এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে। তিনি বলেন, “আমরা জানি যে ২০০৩ সাল থেকে ভারতকে হারাতে পারিনি, কিন্তু এখন আমরা অনেক শক্তিশালী, শুধুমাত্র পারফরম্যান্সেই নয়, মানসিকভাবে ও দলগতভাবে আমরা অনেক শক্তিশালী।”

কোচের আত্মবিশ্বাসের বড় কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর উপস্থিতি। তিনি বলেন, “হামজা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তবে যদি আমরা জিতি, সেটা শুধু হামজার জন্য হবে না, পুরো দলের জন্য হবে।”

বাংলাদেশ দল ২৪ দিন ধরে কঠোর অনুশীলন করছে এবং নিজেদের প্রস্তুত বলে মনে করছে। কোচ আরও বলেন, “আমরা আত্মবিশ্বাসী এবং প্রস্তুতি ভালো, ভারতের বিরুদ্ধে আমরা কঠিন ম্যাচ উপহার দেব।”

বাংলাদেশ ২০ মার্চ শিলং পৌঁছানোর পর কিছুটা সমস্যা সম্মুখীন হলেও কোচ তা অজুহাত হিসেবে নিতে চান না, “এটা অতীত, এখন আমরা সামনে এগোতে চাই।”