রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

পরিবারের ‍সাথে কথা বলেছেন তামিম

Fresh News রিপোর্ট
মার্চ ২৫, ২০২৫
১০:৫৩ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ  :

হার্ট অ্যাটাকে গুরুত্বর অসুস্থ বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আগের চেয়ে ভাল আছেন। জ্ঞান ফেরার পরে তিনি তার পরিবারের ‍সাথে কথা বলেছেন।

তামিম ইকবালের দল মোহামেডানের কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন, এখন অবস্থা অনেকটা স্থিতিশীল। পরিবারের সাথেও কথা বলেছেন।

সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে জানা যায়, স্বল্প সময়ের ব্যবধানে দুবার হার্ট অ্যাটাক হয়েছে তার। চিকিৎসকেরা দ্রুত এনজিওগ্রাম করে হার্টে ব্লক শনাক্ত করেন এবং সফলভাবে রিং পরানো হয়।