শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

তামিমের সর্বশেষ অবস্থা

Fresh News রিপোর্ট
মার্চ ২৭, ২০২৫
১১:৫৪ পূর্বাহ্ণ

সোমবার বিকেএসপির মাঠে হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হওয়া তামিম ইকবালকে প্রাথমিকভাবে সাভারের কেপিজি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে হার্টে রিং পরানো হয় জাতীয় দলের সাবেক অধিনায়কের।

চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, অস্ত্রোপচারের পর ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তামিমকে। তবে মঙ্গলবার রাতেই তাঁকে ঢাকা এনে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। এখন সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

তামিমের চাচা ও সাবেক অধিনায়ক আকরাম খান বুধবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের বলেন, “এভারকেয়ারে সে অবজারভেশনে আছে। ডাক্তারের সঙ্গেও কথা হয়েছে। ও যদি আরও দুই-তিন দিন এই কন্ডিশনে থাকে, তাহলে আমরা ওকে বাসায় নিয়ে আসতে পারব।”

তামিমকে দেশের বাইরে নেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে আকরাম খান বলেন, “যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। রিং পরানো হয়েছে। তবে আমরা চাচ্ছি, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব ওকে দেশের বাইরে নিয়ে ভালোভাবে পরীক্ষা করে নিশ্চিন্ত হতে। আমরা কোনো ঝুঁকি রাখতে চাই না।”

তামিম ইকবাল সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে বুকে ব্যথা অনুভব করেন। মাঠ ছেড়ে দ্রুত হাসপাতালে নেওয়া হলে জানা যায়, তার দুবার হার্ট অ্যাটাক হয়েছে। তৎক্ষণাৎ এনজিওগ্রাম করে হার্টে ব্লক ধরা পড়ে এবং রিং পরানো হয়।

বর্তমানে তামিমের শারীরিক অবস্থা উন্নতির দিকে। চিকিৎসকেরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন, এবং যদি স্থিতিশীলতা বজায় থাকে, তাহলে কয়েক দিনের মধ্যেই তাকে বাসায় নেওয়া সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। তবে ভবিষ্যতের জন্য আরও বিস্তৃত চিকিৎসা পর্যালোচনার অংশ হিসেবে তামিমকে বিদেশে নেওয়ার প্রস্তুতিও নিচ্ছে পরিবার।