শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

হামজা চৌধুরীর সঙ্গে লিটনের দেখা, ক্রীড়াঙ্গনে জমছে তারকাদের বন্ধন

Fresh News রিপোর্ট
মার্চ ২৭, ২০২৫
১১:৫৭ পূর্বাহ্ণ

ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে যেন উচ্ছ্বাসে ভাসছে গোটা বাংলাদেশ। ভারতের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই প্রমাণ দিয়েছেন, দেশের হয়ে খেলতে কতটা প্রতিশ্রুতিবদ্ধ তিনি। সেই ম্যাচে মাঠে পুরোটা সময় নিংড়ে দিয়েছিলেন এই এফএ কাপজয়ী মিডফিল্ডার।

আজকের মধ্যেই হামজা ফিরে যাবেন ইংল্যান্ডে, নিজের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে। তবে তার বিদায়ের আগে বাংলাদেশ ক্রীড়াঙ্গনে তিনি রয়ে গেলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ফুটবলপ্রেমীদের তো বটেই, এবার তার প্রশংসায় মুখর হয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান লিটন কুমার দাস।

হামজার সঙ্গে দেখা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেছেন লিটন। ক্যাপশনে লিখেছেন, ‘হামজা চৌধুরীর সঙ্গে দেখা হওয়াটা একটা দারুণ ব্যাপার। একজন বিনয়ী মানুষ এবং অসাধারণ খেলোয়াড়। তাকে নিয়ে বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’ ছবির পেছনে ক্যামেরা হাতে ছিলেন লিটনের স্ত্রী, সেটাও ইঙ্গিতে জানিয়ে দেন তিনি।

যেখানে হামজা ব্যস্ত হয়ে পড়বেন ফুটবলের ঠাসা সূচিতে, সেখানে লিটনের সামনে অপেক্ষায় ঈদের ছুটি। এরপর শুরু হবে ডিপিএল, তারপরই জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ। এর মাঝে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবেদন করেছেন লিটন। চূড়ান্ত সিদ্ধান্ত এখন বোর্ডের হাতে।

হামজা-লিটনের এই মিলন শুধু দুই ভিন্ন খেলার তারকাকে নয়, বরং এক অভিন্ন স্বপ্ন—বাংলাদেশকে বিশ্বের ক্রীড়ামঞ্চে তুলে ধরার প্রতীক হয়ে উঠেছে। দুইজনই নিজেদের পেশায় উজ্জ্বল, আর তাদের এই সম্মিলিত উচ্ছ্বাস যেন নতুন অনুপ্রেরণাই জোগায় দেশের তরুণ প্রজন্মকে।