শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে হতাশ ভাইচুং, হাজার বছরেও উন্নতি হবেনা

Fresh News রিপোর্ট
মার্চ ২৮, ২০২৫
২:৩৮ অপরাহ্ণ

ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ভাইচুং ভুটিয়া। তার মতে, শুধুই কথার ফুলঝুরি না ছড়িয়ে বাস্তব কাজ না করলে হাজার বছরেও দেশের ফুটবলে উন্নতি আসবে না।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে ভাইচুং বলেন, ‘ভিশন ২০৪৭ শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ। কল্যাণ চৌবে এটাকে বাস্তবায়নের কোনো চেষ্টাই করছেন না। এমন চলতে থাকলে ২০৪৭ নয়, ৩০৪৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের।’

সাবেক এই স্ট্রাইকার জানান, কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েও নিজের অসহায়তা অনুভব করছেন তিনি। ‘এখানে যাদের সঙ্গে কাজ করি, তাদের পরিকল্পনা শুনলে ভীত লাগে। আমাদের এমন নেতৃত্ব দরকার যারা দায়িত্বশীল এবং ফুটবল উন্নয়নে আন্তরিক।’

তৃণমূল পর্যায়ের অব্যবস্থা নিয়েও সরব হন ভাইচুং। বলেন, ‘অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫ পর্যায়ে ২০-২৫ দিনের জন্য কিছু ক্যাম্প হয়, তারপর এক বছরের বাকি সময়টা সেই ফুটবলারদের নিয়ে আর কিছুই হয় না। অথচ হাজার হাজার ফুটবলারের নাম করে নিজেদের কৃতিত্ব দেখানোর সংস্কৃতি চলছে। এটা কোনো উন্নয়ন নয়।’

ঘরোয়া লিগ ও ফুটবলারদের মান উন্নয়নের জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘দেশের বাইরে গিয়ে খেলতে হবে তরুণদের। টাকার কথা না ভেবে উন্নত দেশের অভিজ্ঞতা নিতে হবে। সেখান থেকে শিখে ফিরে আসলে আমাদের ফুটবলে কিছুটা হলেও পরিবর্তন আসবে।’

দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলের উন্নয়ন নিয়ে কাজ করলেও বাস্তব চিত্রে হতাশ ভাইচুং। তার মতে, পরিকল্পনার অভাব, দায়বদ্ধতার ঘাটতি এবং বাস্তবায়নের অনীহাই ভারতের ফুটবলকে পিছিয়ে দিচ্ছে।