নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে আজ (বৃহস্পতিবার) পাকিস্তানের উদ্দেশে রওনা দিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের পরিকল্পনার কথা জানান প্রধান কোচ সারোয়ার ইমরান। তিনি বলেন, “পাঁচটা ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়ে আমরা যাচ্ছি।”
পাকিস্তানের ব্যাটিং-বান্ধব উইকেট নিয়ে প্রস্তুতির কথা জানিয়ে কোচ বলেন, “২৫০ রানের বেশি স্কোর হবে এমন কন্ডিশন মাথায় রেখেই আমরা ব্যাটারদের প্রস্তুত করেছি। স্ট্রাইকরেট বাড়ানো, উইকেট অনুযায়ী ব্যাটিং-বোলিং কৌশল সব অনুশীলনে চর্চা করেছি।”
তিনি আরও বলেন, “ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান কঠিন প্রতিপক্ষ হলেও বাকি দলগুলোকে হালকা করে দেখছি না। সব দলকেই সমান গুরুত্ব দিয়ে আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই।”
১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই মিশন। এরপর ১৩ এপ্রিল আয়ারল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল।
দিনের ম্যাচগুলো শুরু হবে সকাল ১০টায় আর দিবারাত্রির ম্যাচগুলো দুপুর ২টা ৩০ মিনিটে। ছয় দলের এই বাছাইপর্ব থেকে শীর্ষ দুটি দল পাবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট।