হৃদযন্ত্রে রিং পরানোর পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গত ২৮ মার্চ বাড়ি ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। চিকিৎসকদের পরামর্শে হাসপাতাল ছেড়ে বাসায় এলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি।
তামিমের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কথা বলেছেন তার চাচা ও সাবেক অধিনায়ক আকরাম খান। তিনি জানান, তামিমের অবস্থা আগের চেয়ে ভালো হলেও তাকে আরও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এখনো সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং তিনি সে অনুযায়ী বাসায় অবস্থান করছেন। চিকিৎসকদের মত অনুযায়ী, এখনই বিদেশে নেওয়ার মতো শারীরিক প্রস্তুতি হয়তো তামিমের নেই। কারণ দীর্ঘ ভ্রমণের জন্য প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা এখনো অর্জিত হয়নি।
তবে ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় রেখে তামিমকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন তার পরিবার।
উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সময় মাঠেই দুই দফা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিম ইকবাল। পরে হার্টে একটি রিং পরানো হয় এবং কয়েকদিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফেরেন। এখন তার সুস্থতার জন্য ভক্তদের প্রার্থনা ও শুভকামনাই একমাত্র ভরসা।