রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

যুক্তরাষ্ট্রের হামলায় সহায়তা করলে ফল ভুগতে হবে

Fresh News রিপোর্ট
এপ্রিল ৭, ২০২৫
১০:৪৫ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহারের অনুমতি বা হামলায় কোনো ধরনের সহায়তা দেওয়া হলে তা সরাসরি শত্রুতা হিসেবে বিবেচনা করবে বলে ছয় প্রতিবেশী দেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, তেহরান ইতোমধ্যে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক ও বাহরাইনকে আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছে।

ইরানের একজন শীর্ষ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র যদি তেহরানের বিরুদ্ধে সামরিক হামলা চালায় এবং এসব দেশ তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়, তাহলে ইরান সেটিকে ‘শত্রুতামূলক আচরণ’ হিসেবে বিবেচনা করবে এবং এর জন্য ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হতে পারে বলে জানানো হয়েছে।

বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরান সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবে তারা জানিয়েছে, ওমানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে আগ্রহী।

তেহরানের মতে, পরোক্ষ আলোচনা উভয় পক্ষকে প্রকাশ্যে প্রতিশ্রুতি ছাড়া আলোচনার সুযোগ দেয় এবং সম্ভাব্য সমঝোতার একটি পথ খুলে দেয়। ইরানের এই অবস্থানের পেছনে রয়েছে আঞ্চলিক নিরাপত্তা রক্ষার পাশাপাশি নিজেদের কূটনৈতিক অবস্থান মজবুত করার কৌশল।

রয়টার্স জানায়, ইরানের পাঠানো সতর্কতার বিষয়ে এখনো ইরাক, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তেহরান বলছে, নিজেদের নিরাপত্তা রক্ষায় তারা প্রয়োজনে ‘যথাযথ জবাব’ দিতে প্রস্তুত।