শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই আক্ষেপ ঝরালেন নাসির হোসেন

Fresh News রিপোর্ট
এপ্রিল ৮, ২০২৫
৯:১৭ পূর্বাহ্ণ

বিতর্ক, নিষেধাজ্ঞা আর ফর্মহীনতার পর দীর্ঘ বিরতির পর আবারও মাঠে ফিরেছেন এক সময়ের জাতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার নাসির হোসেন। ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্সের হয়ে মাঠে নামার মধ্য দিয়ে তার প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটেছে। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেকে ‘দুর্ভাগা’ দাবি করলেন এই অলরাউন্ডার।

এক প্রশ্নের জবাবে নাসির বলেন, “আমি অনেক আনলাকি। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই ম্যাচ ছিল, তাই খেলতে পেরেছি। অন্য অনেক দলের প্রস্তাব থাকলেও আমি এমন দলে খেলতে চেয়েছি যেখানে আমাকে গুরুত্ব দিয়ে দেখা হয়, ‘অপশন’ হিসেবে নয়।”

তিনি জানান, নিষেধাজ্ঞা থাকায় দুই মৌসুমের প্রিমিয়ার লিগ ও বিপিএল মিস করেছেন তিনি। নিজের ভাষায়, “যদি একটা মিস হতো, তাহলে মানিয়ে নেওয়া যেত। কিন্তু দুইটা মিস করায় অনেক ক্ষতি হয়ে গেছে।”

জাতীয় দলে ফেরার ইচ্ছা এখনও রয়েছে নাসিরের। তিনি বলেন, “আমরা সবাই তো জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে ক্রিকেট খেলি। আমি এখনও বিশ্বাস করি, সুযোগ আছে। তবে আপনি পারফর্ম করলেও যদি মূল্যায়ন না হয়, তাহলে তো কঠিন।”

বিপিএলে ভালো পারফরম্যান্স করেও ‘এ’ দল কিংবা প্রস্তুতি ম্যাচের জন্য ডাক না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেন নাসির। তিনি বলেন, “ঢাকা ডমিনেটর্সের হয়ে ভালো খেলার পরও আমাকে কোনো দলে রাখা হয়নি। তাহলে জাতীয় দলে কীভাবে খেলব?”

নির্বাচক প্যানেলের ব্যাপারেও উষ্মা প্রকাশ করেন এই অলরাউন্ডার। তার মতে, দীর্ঘদিন একই নির্বাচক প্যানেল থাকার ফলে কারো প্রতি পক্ষপাত থাকলে, অন্যদের মতো সমান সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়ে। নাসির বলেন, “আমার কাছে মনে হয় আমাকে হয়তো পছন্দ হয়নি, তাই সেভাবে সুযোগও পাইনি। ৫টা সুযোগ পেলে অন্যরাও যেন ৫টায় সীমাবদ্ধ থাকে, কেউ যেন ২০টা না পায়।”

আবারও প্রমাণের মঞ্চে ফিরেছেন নাসির। সময় বলবে, মাঠের পারফরম্যান্স দিয়ে তিনি নির্বাচকদের মন জয় করতে পারেন কি না।