শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা দলে পরিণত হলো মুম্বাই ইন্ডিয়ান্স

Fresh News রিপোর্ট
এপ্রিল ৮, ২০২৫
৯:২৬ পূর্বাহ্ণ

ম্যাচে পরাজয় এলেও একটি বিশেষ অর্জন তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে তারা এখন সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা দল।

সোমবার (৭ এপ্রিল) রাতে ঘরের মাঠ ওয়াংখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি ছিল মুম্বাইয়ের ২৮৮তম টি-টোয়েন্টি লড়াই। এই সংখ্যাটি তাদেরকে এগিয়ে দিয়েছে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সমারসেটের চেয়ে, যারা এখন পর্যন্ত খেলেছে ২৮৭ ম্যাচ। ফলে টি-টোয়েন্টির ইতিহাসে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে হার্দিক পান্ডিয়ার দল।

তবে এমন ঐতিহাসিক রাতেও জয়ের স্বাদ পায়নি মুম্বাই। প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু তোলে ২২১ রান, জবাবে মুম্বাই থেমে যায় ২০৯ রানে। এই হারে তাদের অবস্থান পড়ে থাকে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে।

শীর্ষ পাঁচে মুম্বাইয়ের পাশাপাশি জায়গা করে নিয়েছে আরও তিনটি ইংলিশ দল ও একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি। ২৮০ ম্যাচ খেলে তিনে আছে হ্যাম্পশায়ার, ২৭৫ ম্যাচ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বেঙ্গালুরু। কলকাতা নাইট রাইডার্স এবং সারে দু’দলই খেলেছে ২৭২টি করে ম্যাচ, ফলে তারা যৌথভাবে রয়েছে পাঁচে।

উল্লেখযোগ্যভাবে চেন্নাই সুপার কিংসের নাম নেই শীর্ষ ছয়ে। দুই বছরের নিষেধাজ্ঞায় তারা পিছিয়ে পড়েছে এই তালিকায়। বিপিএলের কোনো দলই নেই সেরা দশের মধ্যে, যা এই ঘরোয়া লিগের ধারাবাহিকতার অভাবকেই স্পষ্ট করে।

জাতীয় দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা দল পাকিস্তান (২৫৮ ম্যাচ), ভারত দ্বিতীয় স্থানে (২৪৭ ম্যাচ)। ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টির এই পরিসংখ্যান ফুটিয়ে তোলে মুম্বাই ইন্ডিয়ান্সের ধারাবাহিকতা ও জনপ্রিয়তা—যা এক দশকের বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেটে আলো ছড়িয়েছে।