রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কামারখন্দে বর্ষবরণে উপজেলা বিএনপির নানা আয়োজন

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৪, ২০২৫
১২:৩৩ অপরাহ্ণ

সিরাজগঞ্জের কামারখন্দে বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করতে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বর্ষবরণ উৎসব। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। নতুন বছরকে বরণ করতে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে নানা রঙের ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে আনন্দে মেতে ওঠেন।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস ও সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান।

এছাড়া আরও উপস্থিত ছিলেনঃ উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ আলীম মন্ডল, সদস্য সচিব হাসনাতে রাব্বি সুমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শম্ভু নাথ দাস, সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান ও সদস্য সচিব তানভীর ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিদের অংশগ্রহণে পান্তা-ইলিশ ও মিষ্টান্ন পরিবেশন করা হয়।