২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণার প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামি ২ জুন টেলিভিশনের মাধ্যমে এই বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংসদ না থাকায় এবার বাজেট সংসদে উপস্থাপন করা হবে না। ঈদুল আজহার ছুটির আগেই বাজেট ঘোষণা করতেই ২ জুনকে বেছে নেওয়া হয়েছে। বাজেট ঘোষণার পর অর্থ উপদেষ্টা সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন।
নতুন বাজেটে ঘাটতি কমিয়ে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাজেটের আকার পূর্ববর্তী বছরের তুলনায় কমানো হলেও কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সমাজে বৈষম্য কমাতে এবং নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা ও ভাতার অঙ্ক বাড়ানো হবে।
নতুন অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে গত মার্চ মাসেই মূল্যস্ফীতি ছিল ৯.৩৫ শতাংশ। এই বাস্তবতায় বাজেট বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।