বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কাজ পুরোদমে চলছে এবং আগামী জুনের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত কমিশন।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তদন্তের অগ্রগতি তুলে ধরেন তদন্ত কমিশনের সদস্যরা। কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান জানান, হত্যাকাণ্ড ছিল সুপরিকল্পিত, এবং ডিজি হত্যার পর ধারাবাহিকভাবে অন্যদের হত্যা করা হয়েছে।
কমিশন জানায়, কারাবন্দিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং বিদেশে থাকা ২৩ জনের মধ্যে ৮ জন সাক্ষাৎকার দিতে আগ্রহ প্রকাশ করেছেন। তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় বিদেশি অভিযুক্তদের খোঁজ নিচ্ছেন।
কমিশনের সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, এমন ভয়াবহ হত্যাকাণ্ডে এখনো কেউ দায়ী হয়নি—এটি গোয়েন্দা, সামরিক এবং রাজনৈতিক ব্যর্থতা।
প্রধান উপদেষ্টা কমিশনকে বলেন, “পুরো জাতি এখন আপনাদের দিকে তাকিয়ে আছে। এ রহস্য উদঘাটন করতেই হবে।” তিনি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদরদপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডে ৭৪ জন প্রাণ হারান, যাদের মধ্যে অধিকাংশ ছিলেন সেনা কর্মকর্তারা।