সকাল থেকে অবরোধের কবলে থাকা তেজগাঁও-মগবাজার সড়কে অবশেষে যান চলাচল শুরু হয়েছে, তবে এখনও রয়েছে তীব্র যানজট ও ভোগান্তির রেশ।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে ট্রাফিক পুলিশ সদস্যরা দ্রুত সড়ক সচল করতে মাঠে নামেন। সারাদিনের রোদ, গরম ও বিকেলের ঝড়-বৃষ্টিতে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।
সকাল ১০টা থেকে শুরু হওয়া অবরোধে তেজগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, মগবাজার, মালিবাগ, কারওয়ানবাজার, এফডিসি মোড়সহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এমনকি এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশেও গাড়ি চলাচল থেমে যায়।
তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি রফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দিনভর জনভোগান্তি তৈরি হয়। সন্ধ্যায় অবরোধ তুলে নেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।
এদিকে, ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া পলিটেকনিক শিক্ষার্থীরা আজকের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও আগামীকাল (১৭ এপ্রিল) সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন। ফলে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।