রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

দেশে আবারও সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ৬৫ হাজার টাকা ছাড়াল

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৬, ২০২৫
৯:২৪ অপরাহ্ণ

দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। নতুন দামে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকায়, যা ইতিহাসে সর্বোচ্চ।

বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে কার্যকর হবে।

সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৩ হাজার ৩৩ টাকা বেড়েছে। ২১ ক্যারেটের দাম দাঁড়াবে ১ লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৫ হাজার ১৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ১ লাখ ১১ হাজার ৬৫৯ টাকায়।

এদিকে রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। ২২ ক্যারেটের রুপা এখনো ভরিপ্রতি ২ হাজার ৫৭৮ টাকায় বিক্রি হচ্ছে।

বিশ্ববাজারে প্রথমবার প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে যাওয়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য উত্তেজনা এবং ডলারের দামের ওঠানামার কারণেই এই অস্থিরতা বলে মনে করছেন ব্যবসায়ীরা।