নির্বাচনের কোনো নির্দিষ্ট রোডম্যাপ বা সময়সীমা না থাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি। দলটি জানিয়েছে, তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সময় নির্ধারণ দেখতে চায়।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা একেবারেই সন্তুষ্ট নই। প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন সময়সীমা বলেছেন, কিন্তু নির্দিষ্ট কোনো ডেডলাইন দেননি। আমরা স্পষ্ট করে বলেছি, ডিসেম্বরই আমাদের কাটঅফ সময়।”
তিনি বলেন, “নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না হয়, তাহলে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হবে, এবং সেটা নিয়ন্ত্রণ করা কঠিন হবে।”
বিএনপি জানায়, নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ এবং চলমান সংস্কার প্রক্রিয়ায় ঐকমত্যের ভিত্তিতে তারা সহযোগিতা করতে প্রস্তুত। তবে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়লে তারা নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।
বৈঠকে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন, এবং তারা জোর দিয়ে বলেন, জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক স্থিতিশীলতার স্বার্থে দ্রুত নির্বাচনের সময়সূচি ঘোষণা করা জরুরি।