রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৬, ২০২৫
৯:৩৫ অপরাহ্ণ

২০২৫ সালের ‘টাইম ১০০’ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি ‘লিডারস’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন।

মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের এই তালিকায় ইউনূসের সঙ্গে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোম ও টেসলা ও এক্সের মালিক ইলন মাস্ক।

ড. ইউনূসকে নিয়ে টাইমে লেখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি লেখেন, “ছাত্রদের নেতৃত্বে স্বৈরশাসকের পতনের পর বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন চেনা মুখ হিসেবে আবির্ভূত হন ড. মুহাম্মদ ইউনূস।”

হিলারি ক্লিনটন বলেন, “ড. ইউনূস যখন আরকানসাসে আমাদের সঙ্গে ক্ষুদ্রঋণ প্রোগ্রাম চালুর পরামর্শ দিতে এসেছিলেন, তখন তার সঙ্গে আমার প্রথম দেখা। এরপর থেকে আমি যেখানেই গিয়েছি, তার কাজের প্রভাব অনুভব করেছি।”

তিনি আরও বলেন, “আজ তিনি মানবাধিকার প্রতিষ্ঠা ও জবাবদিহিমূলক একটি সমাজ গঠনে নেতৃত্ব দিচ্ছেন। নিপীড়নের ছায়া থেকে বাংলাদেশকে মুক্ত করতে তিনি আবারও সাড়া দিয়েছেন দেশের ডাকে।”