রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

১ মে থেকে সারা দেশে সব ডিম ও মুরগির খামার বন্ধ

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৭, ২০২৫
৭:২৩ অপরাহ্ণ

প্রান্তিক খামারিদের দাবিতে আগামী ১ মে থেকে সারা দেশে সব ডিম ও মুরগির খামার বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. সুমন হাওলাদার এই ঘোষণা দেন। তিনি জানান, গত দুই মাসে ডিম ও মুরগি উৎপাদনে ১ হাজার ২৬০ কোটি টাকা লোকসান হয়েছে প্রান্তিক খামারিদের। অথচ সরকারের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় কর্পোরেট সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে।

সুমন হাওলাদার বলেন, “রমজানেও মুরগি ও ডিমের উৎপাদনে বিশাল ক্ষতি হয়েছে। অথচ ফিড, বাচ্চা ও বাজারের দখল নিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে কিছু কোম্পানি। এতে খামারিরা বাধ্য হচ্ছেন ‘কন্ট্রাক্ট ফার্মিং’-এর দাসত্বে।”

তিনি জানান, পরিস্থিতির উন্নতি না হলে আন্দোলন আরও জোরদার হবে। একই সঙ্গে তিনি ১০ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে জাতীয় মূল্য নিয়ন্ত্রণ নীতিমালা, কন্ট্রাক্ট ফার্মিং নিষিদ্ধকরণ, খামারিদের পুনর্বাসন ও পোল্ট্রি উন্নয়ন বোর্ড গঠন।

অ্যাসোসিয়েশনের ভাষ্য, এসব দাবি না মানা পর্যন্ত খামার বন্ধ কর্মসূচি অব্যাহত থাকবে।