বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের স্থানীয় জনগণের সহায়তায় ১৫৫ কোটি টাকা অনুদান দিচ্ছে সুইডেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় সুইডিশ দূতাবাস জানায়, মোট ১ কোটি ২৭ লাখ মার্কিন ডলার (প্রায় ১৫৫ কোটি ৪০ লাখ টাকা) বরাদ্দ দেওয়া হয়েছে। এ সহায়তা দেশের আটটি আন্তর্জাতিক ও স্থানীয় অংশীদার সংস্থার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, “রোহিঙ্গা শরণার্থীসহ দেশের মানবিক প্রয়োজনে আমরা দৃঢ়ভাবে পাশে আছি। এই বরাদ্দ গত বছরের তুলনায় আরও বাড়ানো হয়েছে।”
সহায়তার আওতায় খাদ্য, পুষ্টি, শিশু সুরক্ষা, নারী সহিংসতা প্রতিরোধ, জরুরি স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন এবং শিক্ষাক্ষেত্রে কাজ করা হবে। ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, সেভ দ্য চিলড্রেন, ইসলামিক রিলিফসহ ৮টি সংস্থা এই তহবিল পাবে।
এছাড়া দুর্যোগকালীন জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা তৈরিতে স্টার্ট ফান্ড বাংলাদেশের আওতায় ২৬টি স্থানীয় ও জাতীয় সংস্থাকেও সহায়তা করা হবে।