১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর বর্বর গণহত্যার দায়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পদ্মায় অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে (এফওসি) এ বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়।
বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জানান, একাত্তরের গণহত্যার প্রসঙ্গ বৈঠকে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে এবং পাকিস্তানকে সেই হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাইতে স্পষ্টভাবে বলা হয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে মনে করিয়ে দেওয়া হয়, মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী যে নারকীয়তা চালিয়েছে, তা এখন আন্তর্জাতিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃত। সেই দায় এড়ানো বা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
এ সময় দ্বিপাক্ষিক অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয় বলে জানান সচিব।