রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

অকালবন্যার আশঙ্কায় সুনামগঞ্জের হাওরে ধানের স্বপ্নে শঙ্কা

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৭, ২০২৫
৭:২৭ অপরাহ্ণ

একটি ফসলেই চলে সুনামগঞ্জের হাওরবাসীর বছরভর সংসার। সেই স্বপ্ন এখন ঝুঁকিতে।

সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধানের ফসল ঘিরেই গড়ে ওঠে লাখো মানুষের জীবিকা। এ বছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে বোরো চাষ হলেও পাহাড়ি ঢল ও সম্ভাব্য অকালবন্যার আশঙ্কায় দেখা দিয়েছে মারাত্মক উদ্বেগ।

কৃষি বিভাগ জানায়, এবার ২ লাখ ২৩ হাজার হেক্টরের বেশি জমিতে বোরো চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ১৪ লাখ মেট্রিক টন, যার বাজারমূল্য ৫ হাজার কোটি টাকারও বেশি।

অবশ্য এখন পর্যন্ত ১৫ হাজার হেক্টরের মতো জমির ধান কাটা শেষ হয়েছে। মাঠে কাজ করছে ৭৩ হাজার শ্রমিক ও শতাধিক কম্বাইন হারভেস্টার। তবে সময়ের চাহিদার তুলনায় এসব উদ্যোগ অনেকটাই অপ্রতুল বলে জানাচ্ছেন কৃষকরা।

তাদের ভাষ্য— ধান পুরোপুরি পাকে নাই, আবার শ্রমিক ও যন্ত্রের সংকটে সময়মতো কাটা যাচ্ছে না। অনেক এলাকায় নৌকার ব্যবস্থাও হয়নি। ফলে ভারতীয় চেরাপুঞ্জির বৃষ্টির পানি হাওরে নেমে আসলে এক রাতেই সব শেষ হয়ে যেতে পারে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, ৬৮৭টি প্রকল্পে ৫৯৬ কিলোমিটার বাঁধ নির্মাণ-সংস্কারে ১২৭ কোটি টাকা ব্যয় হলেও ১৫-২১ এপ্রিলের মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে নিম্নাঞ্চলে পানি বাড়তে পারে, যা ফসল তোলার কাজকে ব্যাহত করবে।

হাওরের মানুষ এখন আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছে— যেন প্রলয় আর কিছুদিন অপেক্ষা করে। কারণ এ ফসল ঘরে তুললেই জোটে খাবার, চলে সংসার আর হাসি ফোটে শিশুদের মুখে।