২০২৩ সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবি জানিয়ে আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করেন মুফতি ফয়জুল করীম। মামলায় বর্তমান মেয়র নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতসহ ছয় প্রতিদ্বন্দ্বীকে বিবাদী করা হয়েছে।
ফয়জুল করীমের আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির বলেন, নির্বাচন কমিশনের অসদাচরণ ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে প্রকৃত বিজয়ীকে পরাজিত দেখানো হয়েছে। আমরা আদালতের কাছে এই অবৈধ ফল বাতিল ও প্রকৃত জয়ী হিসেবে মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণার আবেদন জানিয়েছি।
২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত ওই নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী খোকন সেরনিয়াবাত ৮৭ হাজার ৮০৮ ভোটে বিজয়ী হন, আর ফয়জুল করীম পেয়েছিলেন ৩৩ হাজার ৮২৮ ভোট। ভোটের দিন হাতপাখা প্রতীকের প্রার্থী হামলার শিকার হন এবং বিষয়টি দেশজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। পরে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চান।
আদালত মামলাটি গ্রহণ করেছে এবং পরবর্তী শুনানিতে পর্যবেক্ষণ জানাবে বলে জানিয়েছেন আইনজীবীরা।