শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৭, ২০২৫
৭:৩৪ অপরাহ্ণ

মেট্রোরেলের এমআরটি লাইন-১ এর ইউটিলিটি স্থানান্তরের কাজের জন্য আগামী ১৭ এপ্রিল সন্ধ্যা থেকে ১৮ এপ্রিল রাত পর্যন্ত টানা ২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরামুখী সড়ক। এ সময় যানচলাচলের জন্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)-এর প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঞা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে ১৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ইউটিলিটি সরিয়ে নেওয়ার কাজ চলবে। ফলে এই সময়সীমায় খিলক্ষেত থেকে কুড়িল-বসুন্ধরা অভিমুখে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

যানচলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল বিকল্প রুট হিসেবে রেডিসন হোটেলের সামনের ইউটার্ন ঘুরে কুড়িল ফ্লাইওভার অথবা অন্যান্য পথ ব্যবহার করতে আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।