শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৭, ২০২৫
৭:৩৬ অপরাহ্ণ

আগামী ২৭ এপ্রিল থেকে দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরকালে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আজকের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তারিখ চূড়ান্ত করা হয়েছে।

সফরের অংশ হিসেবে ২৭ ও ২৮ এপ্রিল তিনি ঢাকায় অবস্থান করবেন এবং বাংলাদেশের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। এ সফরকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।